Wellcome to National Portal
Main Comtent Skiped

How to get service

কি সেবা কিভাবে পাবেন 

সেবা প্রাপ্তির সংক্ষিপ্ত বিবরণ


২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, কুড়িগ্রাম এর অন্তঃবিভাগে বিনামূল্যে বেডে ভর্তিকৃত রোগী বা রোগীর অভিভাবক (সংশ্লিষ্ট ওয়ার্ডের সহকারী রেজিস্ট্রার/কনসালটেন্ট/ আরএমও/ ডাক্তার এর সুপারিশযুক্ত) সমাজসেবা অফিসার বরাবর নির্ধারিত ফরমে আবেদন দাখিল করতে হয়। সমাজসেবা অফিসার কর্তৃক যাচাই-বাছাইপূর্বক আবেদন মঞ্জুর হওয়া সাপেক্ষে আর্থিক, ঔষধ-পথ্য, খাদ্য-বস্ত্র, পুনর্বাসন, রোগের পরীক্ষা-নিরীক্ষা, চিকিৎসা সামগ্রী ও আনুষঙ্গিক সেবা প্রদান করা হয়।


সেবা প্রাপ্তির সময়


যত দূত সম্ভব।


প্রয়োজনীয় ফি


বিনামূল্যে।


সেবা প্রাপ্তির স্থান


হাসপাতাল সমাজসেবা কার্যালয়

কক্ষ নম্বর- ৩৩ ও ৩৪

২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, কুড়িগ্রাম।


দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী


সমাজসেবা অফিসার, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, অফিস সহায়ক।


প্রয়োজনীয় কাগজপত্র


নির্ধারিত ফরমে ভর্তিকৃত ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত ডাক্তার/কনসালটেন্ট এবং আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) কর্তৃক চাহিদার তালিকাসহ সুপারিশকৃত আবেদনপত্র।


সেবা প্রাপ্তির শর্তাবলি


১. ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, কুড়িগ্রাম এর  অন্তঃবিভাগে বিনামূল্যে

    বেডে ভর্তিকৃত রোগী।

২. চিকিৎসা কেন্দ্রের সংশ্লিষ্ট ওয়ার্ডের সহকারী রেজিস্ট্রার/ কনসালটেন্ট/ আরএমও/

    ডাক্তারের সুপারিশকৃত রোগী।


সেবা প্রদানে ব্যর্থ হলে প্রতিকারকারী কর্মকর্তা


১. তত্ত্বাবধায়ক, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, কুড়িগ্রাম /সিভিল

    সার্জন, কুড়িগ্রাম।

২. উপ-পরিচালক , জেলা সমাজসেবা কার্যালয়, কুড়িগ্রাম।

৩. জেলা প্রশাসক, কুড়িগ্রাম।