অর্জনসমূহঃ-
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজসেবা অধিদফতরের অন্যতম জাতিগঠনমূলক দপ্তর হিসাবে দেশের দুঃস্থ, দরিদ্র, অবহেলিত, অনগ্রসর, সুযোগ-সুবিধা বঞ্চিত, সমস্যাগ্রস্ত পশ্চাৎপদ ও প্রতিবন্ধী জনগোষ্ঠীকে সেবা প্রদান করছে। লক্ষ্যভুক্ত এ সকল জনগোষ্ঠীকে মানব সম্পদে পরিণত করে সমাজসেবা অধিদফতর দারিদ্র্য বিমোচন এবং সামাজিক নিরাপত্তা প্রদানের মাধ্যমে দেশের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ লক্ষ্যে সমাজসেবা অধিদফতরের আওতাধীন হাসপাতাল সমাজসেবা কার্যালয়, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, কুড়িগ্রাম কর্তৃক জুন-২০২৪ পর্যন্ত ৩৪,০৭২ জন রোগীকে হাসপাতালে ভর্তি ও চিকিৎসা প্রাপ্তিতে সহায়তা ও দিক নির্দেশনা প্রদান। দরিদ্র, অসহায় ও বৃদ্ধ রোগীদের ঔষধ, রক্ত, পথ্য, বস্ত্র, চশমা, ক্র্যাচ, কৃত্রিম অঙ্গ প্রদান সহ বিভিন্ন চিকিৎসা সামগ্রী সরবরাহ করা হয়েছে। প্রতিবন্ধী ব্যক্তিদের চিকিৎসার ক্ষেত্রে অগ্রাধিকার প্রদান এবং বিভিন্ন রোগীকে চিকিৎসার প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসা কেন্দে স্থানান্তরের সহায়তা প্রদান এছাড়াও নাম পরিচয়হীন দরিদ্র মৃত্যু ব্যক্তির সৎকারের ব্যবস্থা করা হয়েছিল।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS